Professor Yunus Inspires Indian Youth
01 Jan, 1970  
Fig: Professor Yunus Inspires Indian Youth

Yunus Centre Press Release

Top Indian business houses met Professor Muhammad Yunus on February 8, 2016 at Mumbai, India at a daylong conference to expand social business in India to tackle pressing social problems. Some of the leading corporations, including Tata Companies, Boston Consulting Group, Mahindra, YES Bank, JP Morgan, Google joined the session to form an action forum what will ideate and implement an action plan for expanding social business. The action plan will aim to facilitate social business initiatives by respective corporate houses what will usher the era of corporate social business in India, as deemed by the participants.

The session was facilitated by Yunus Social Business, India. Participants were keen to use the experience of Professor Muhammad Yunus while expanding the social businesses in India. Professor Yunus appreciated the willingness of the leading corporations of India to utilize their mandatory CSR budget to create social business in solving social problems in a sustainable manner.  
         
Mrs Pankaja Munde, minister of social welfare, poverty alleviation and women affairs also participated in the conference. She informed Professor Yunus that she would come to Bangladesh to visit social businesses created by him.

When arrived in Mumbai, Professor Muhammad Yunus was welcomed by Mr . Deepak Vasant Kesarkar, Shiv Sena leader and Maharashtra's minister of state for Finance, Rural Development. The minister also organised a meeting with high officials of the ministry to discuss various programmes of the ministry with Professor Yunus. After the meeting the minister hosted a dinner in honour of Professor Yunus.

Earlier on February 6-7, 2016, Professor Muhammad Yunus participated the annual ‘Development Dialogues’, hosted by the Despande Foundation in Hubbali, Karnataka, India. Nobel Laureate Professor Yunus was invited as a keynote speaker to address an audience of more than 5000 participants.
 
Professor Yunus joined stage with famous indian entrepreneurs like, Mr “Desh” Desphande, Founder of Desphande Foundation and Infosys, Narayana Murthi, Co-Founder of Infosys, Dr.Anoushesh Ansari, Iranian astronaut and Co-Founder, Chairwomen and CEO of Prodea systems, and journalist Shekhar Gupta. In the session titled as “Evening with Legends” the pioneers of social entrepreneurship shared their story and experiences with the crowd and encouraged the young people to follow their dreams and create a new world worth their living.

In Bangla

প্রফেসর ইউনূস ভারতীয় তরুণদের উদ্বুদ্ধ করলেন।

ভারতের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো ৮ ফেব্রুয়ারী ২০১৬ মুম্বাই, ভারতে অনুষ্ঠিত একটি দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠানে ভারতে সামাজিক ব্যবসার সম্প্রসারণের মাধ্যমে কীভাবে অতি জরুরী সামাজিক সমস্যাগুলোর সমাধান করা যায় সে বিষয়ে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের পরামর্শ চাইলেন। টাটা-র বিভিন্ন কোম্পানী, বোস্টন কনসাল্টিং গ্রুপ, মাহিন্দ্র, ইয়েস ব্যাংক, জে পি মরগান ও গুগলের মত নেতৃস্থানীয় কোম্পানীগুলো একটি অ্যাকশন ফোরাম গঠনের উদ্দেশ্যে এই সেশনে যোগদান করে। এই অ্যাকশন ফোরামটি ভারতে সামাজিক ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে একটি অ্যাকশন প্ল্যান তৈরী ও বাস্তবায়ন করবে। কর্পোরেট প্রতিষ্ঠানগুলির স্ব-স্ব সামাজিক ব্যবসা উদ্যোগের মাধ্যমে এই অ্যাকশন প্ল্যান ভারতে কর্পোরেট সামাজিক দায়িত্বের একটি নতুন যুগ সূচনা করবে বলে ফোরামে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো আশা করছে।

সেশনটি পরিচালনা করে ভারতের ইউনূস সামাজিক ব্যবসা। অংশগ্রহণকারীরা ভারতে সামাজিক ব্যবসা সম্প্রসারণে প্রফেসর ইউনূসের মূল্যবান অভিজ্ঞতা কাজে লাগাতে উদগ্রীব। টেকসই উপায়ে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করতে ভারতের নেতৃস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কর্তৃক তাদের বাধ্যতামূলক সিএসআর ফান্ড ব্যবহার করে সামাজিক ব্যবসা সৃষ্টির অভিপ্রায়কে প্রফেসর ইউনূস অভিনন্দন জানান।

সমাজ কল্যাণ, দারিদ্র বিমোচন ও মহিলা বিষয়ক মন্ত্রী মিসেস পঙ্কজা মুন্ডে সম্মেলনে অংশগ্রহণ করেন। তিনি প্রফেসর ইউনূসকে বলেন যে, প্রফেসর ইউনূস কর্তৃক সৃষ্ট বিভিন্ন সামাজিক ব্যবসা পরিদর্শণের উদ্দেশ্যে তিনি বাংলাদেশে আসবেন।

প্রফেসর ইউনূস মুম্বাইতে পৌঁছালে দারিদ্র বিমোচন বিষয়ক প্রতিমন্ত্রী জনাব কেসরকার তাঁকে অভ্যর্থনা জানান এবং তাঁর মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনার জন্য প্রফেসর ইউনূস ও তাঁর মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠকের আয়োজন করেন। বৈঠকের পর মন্ত্রী প্রফেসর ইউনূসের সম্মানে একটি নৈশ ভোজেরও আয়োজন করেন।

এর পূর্বে ৬ ও à§­ ফেব্রুয়ারী ২০১৬ নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস কর্ণাটকের হুবলীতে “দেশপান্ডে ফাউন্ডেশন” আয়োজিত বার্ষিক “উন্নয়ন সংলাপ”-এ অংশগ্রহণ করেন। দেশপান্ডে ফাউন্ডেশনের আমন্ত্রণে অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে প্রফেসর ইউনূস ৫০০০-এর অধিক অংশগ্রহণকারীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

 

প্রফেসর ইউনূস দেশপান্ডে ফাউন্ডেশন ও ইনফোসিসের প্রতিষ্ঠাতা দেশ দেশপান্ডে, ইনফোসিস-এর সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি, প্রদেয়া সিস্টেম্স-এর সহ-প্রতিষ্ঠাতা, চেয়ারপার্সন ও প্রধান নির্বাহী ইরানিয়ান নভোচারী ড. অনুশেষ আনসারী, এবং সাংবাদিক শেখর গুপ্তের মত ভারতের বিশিষ্ট উদ্যোক্তাদের সাথে এক অনুষ্ঠানে মিলিত হন। “ইভনিং উইথ লিজেন্ড্স” নামে অভিহিত এই সেশনে নেতৃস্থানীয় সামাজিক উদ্যোক্তারা অভ্যাগতদের নিকট তাঁদের অভিজ্ঞতা ও কাহিনী বর্ণনা করেন এবং নবীনদেরকে তাদের নিজ নিজ স্বপ্ন বাস্তবায়িত করতে ও একটি বাসযোগ্য নতুন পৃথিবী নির্মাণে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেন।

Related News

01 Jan, 1970
D4SB Study Trip - August 2011
The YY Haiti Social Business Fund made its first investment! The supported organization, ETRE ayisyen Entrepreneurial Institute, is intended..
Read More
01 Jan, 1970
Yunus, AfDB launch 'Social Business'in Africa

Prof Dr Muhammad Yunus said no one should be unemployed, no problem can remain unresolved. Africa is one of the regions with the highest potential...

Read More
01 Jan, 1970
The 5th Social Business Design Lab

The 5th Social Business Design Lab took place at Yunus Centre on 15 June 2013. The participants from different organizations including Ms Pauli...

Read More
01 Jan, 1970
Yunus Calls for Minimum international Wage

Nobel Peace Prize winner Prof Muhammad Yunus has called for an international minimum wage for garment factory workers to shield them from exploita...

Read More